বিশ্বম্ভরপুর সংবাদদাতা
আগস্ট ০৮, ২০২০
১১:১৯ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৮, ২০২০
১১:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় নিজ জমিতে কাজ করা অবস্থায় বজ্রাঘাতে মারা গেছেন আব্দুর রহিম (৩৫) নামের এক কৃষক। তিনি উপজেলার পলাশ ইউনিয়নের মাঝেরগাঁও গ্রামের নুর হোসেনের ছেলে।
আজ শনিবার(৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে মাঝেরগাঁও গ্রামে আব্দুর রহিমের নিজ বাড়ির দক্ষিণে ফসলি জমিতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের ভাতিজা এইচ এস হাবিবুর রহমান কুদ্দুছ জানান, গত কয়েকদিনের টানা রোদের কারণে জমি শুকিয়ে যাওয়ার পর শনিবার সকালে বৃষ্টি শুরু হলে ট্রাক্টর নিয়ে সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়ির দক্ষিণে নিজের ছোট চাষযোগ্য জমিতে করছিলেন কৃষক আব্দুর রহিম। বৃষ্টির পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রপাত হচ্ছিল। কাজ করা অবস্থায় হঠাৎ বজ্রাঘাতে আক্রান্ত হলে স্থানীয় এলাকাবাসী রহিমকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরআর-০২