চুনারুঘাট সংবাদদাতা
আগস্ট ০৯, ২০২০
০১:১১ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৯, ২০২০
০১:১১ পূর্বাহ্ন
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় আতশবাজি আটক করেছেন বিজিবি সদস্যরা।
আজ শনিবার (৮ আগস্ট) ভোরে বাল্লা সীমান্তের ১৯৬৪ নম্বর মেইন পিলারের ১৪ এস এর পাশে খোয়াই নদী থেকে এসব আতশবাজি আটক করা হয়।
এ বিষয়ে বাল্লা বিজিবি'র ক্যাম্প কমান্ডার সুবেদার আইয়ূব আলী জানান, ভোরে গোপন সংবাদে তারা জানতে পারেন চোরাকারবারিরা ভারতীয় আতশবাজি নিয়ে যাচ্ছে। পরে টহল দল নিয়ে খোয়াই নদীতে ধাওয়া করলে আতশবাজিগুলো রেখে চোরাকারকারিরা পালিয়ে যায়। আটক ১৭ বস্তা আতশবাজির মূল্য আনুমানিক ৫ লাখ ৫৬ হাজার টাকা।
আরআর-০৬