রাতে মুখোমুখি হচ্ছে বার্সা-নাপোলি, বায়ার্ন-চেলসি

খেলা ডেস্ক


আগস্ট ০৮, ২০২০
১১:১২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২০
১১:১২ অপরাহ্ন



রাতে মুখোমুখি হচ্ছে বার্সা-নাপোলি, বায়ার্ন-চেলসি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও নাপোলি। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ড্র করায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে কিকে সেতিয়েনের দল। বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে আজ শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।

নাপোলির মাঠে দল দুটির আগের ম্যাচটি শেষ হয়েছিল ১-১ গোলে। ড্রিস মার্টেন্সের লক্ষ্যভেদে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর বার্সাকে সমতায় ফিরিয়েছিলেন আতোঁয়ান গ্রিজমান। মূল্যবান ওই অ্যাওয়ে গোলের কারণে ফিরতি লেগ গোলশূন্যভাবে শেষ হলেও শেষ আটে জায়গা করে নেবেন লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা।

রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ লা লিগার শিরোপা হারানো বার্সেলোনা ২০১৪-১৫ মৌসুমের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিততে মুখিয়ে আছে। অন্যদিকে, ইতালিয়ান সিরি আতে সপ্তম হওয়ায় আগামী মৌসুমে ইউরোপের সেরা ক্লাব আসরে খেলতে হলে নাপোলিকে শিরোপা ঘরে তুলতেই হবে।

জার্মানীর আলিয়াঞ্জ অ্যারেনায় একই সময়ে জার্মান বুন্ডেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ খেলবে চেলসির বিপক্ষে। ফিরতি ম্যাচটি যেন স্বাগতিকদের কেবলই আনুষ্ঠানিকতা! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। অন্যদিকে, পরের পর্বে যেতে হলে ইংলিশ ক্লাব চেলসিকে গড়তে হবে ইতিহাস। তাদেরকে জিততে হবে ন্যূনতম চার গোলের ব্যবধানে। আগের লেগে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৩-০ গোলে জিতেছিল বায়ার্ন। জোড়া গোল করেছিলেন সার্জ গ্যানাব্রি। বাভারিয়ানদের আরেক গোলদাতা ছিলেন রবার্ট লেভানডভস্কি।

এএন/০৫