ওসমানীর ল্যাবে ৬১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০৮, ২০২০
০৪:০৫ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২০
০৪:১১ অপরাহ্ন



ওসমানীর ল্যাবে ৬১ জনের করোনা শনাক্ত

সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার (৮ আগস্ট) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৬১ জন করোনাভাইনাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৬ জন, মৌলভীবাজার জেলার ৩৩ জন, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার একজন করে রয়েছেন।

সিলেট জেলায় শনাক্ত ২৬ জনের মধ্যে ২৫ জনের বাড়িই সিলেট সদর ও সিটি করপোরশন এলাকায়। আর একজন গোলাপগঞ্জ উপজেলার। নতুন শনাক্তদের মধ্যে ৫ জন চিকিৎসকও রয়েছেন বলে জানান তিনি।

এ নিয়ে করোনাভারাসে আক্রান্ত রোগীর সংখ্যা সিলেট জেলায় সর্বোচ্চ ৪ হাজার ৬০৯ জনে দাঁড়াল। সুনামগঞ্জে ১ হাজার ৫৯৭ জন, হবিগঞ্জে ১ হাজার ২৪১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ১০২ জন রয়েছেন। 

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৫৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১২ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজার জেলায় ১৩ জন রয়েছেন। 

সিলেট বিভাগে ৩ হাজার ৮২০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ১ হাজার ১৬৯ জন, সুনামগঞ্জের ১ হাজার ২১৯ জন, হবিগঞ্জের ৮০৩ জন ও মৌলভীবাজার জেলার ৬২৯ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৫ জনকে সুস্থ ঘোষণা করা হয়।

করোনা আক্রান্ত ১৪২ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৭৩ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩৪ জন ও মৌলভীবাজারে ২২ জন। 

এনসি/বিএ-১৪