সস্ত্রীক করোনা আক্রান্ত সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০৮, ২০২০
০৫:২০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৮, ২০২০
০৫:৩০ অপরাহ্ন



সস্ত্রীক করোনা আক্রান্ত সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী আলী আকবর স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার (৮ আগস্ট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন আলী আকবর নিজেই। তিনি বলেন, 'উপসর্গ থাকায় গত ৬ আগস্ট করোনা পরীক্ষার জন্য আমি ও আমার স্ত্রী নমুনা জমা দেই। ওসমানী হাসপাতালের ল্যাব থেকে আজ শনিবার জেনেছি আমি ও আমার স্ত্রীর কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে এখনো রিপোর্ট হাতে পাইনি।'

তিনি আরও বলেন, 'আমি ও আমার স্ত্রী শারীরিকভাবে সুস্থ আছি। আমরা দুজন বাসায় আইসোলেশনে আছি।'

এনএইচ/বিএ-১৭