নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৮, ২০২০
০৬:৪৬ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৮, ২০২০
০৬:৪৬ অপরাহ্ন
বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি ও চ্যানেল এস ইউকের সিলেট অফিসের সাবেক ক্যামেরাপার্সন এবং ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন-ইমজার সাবেক সদস্য আলাউদ্দিন হেলাল মারা গেছেন।
শনিবার (৮ আগস্ট) বিকেলে নগরের চাষনীপির এলাকার কালাশাহ'র মাজারসংলগ্ন নিজ বাসায় তিনি মারা যান।
তিনি দীর্ঘদিন যক্ষা রোগে ভুগছিলেন। শানিবার বাদ এশা হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
এদিকে আলাউদ্দিন হেলালের মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় মেয়র আরিফুল হক চৌধুরী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিএ-০৩