নাপোলিকে বিদায় করে শেষ আটে বার্সেলোনা

খেলা ডেস্ক


আগস্ট ০৯, ২০২০
০৬:৪৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৯, ২০২০
০৬:৪৭ পূর্বাহ্ন



নাপোলিকে বিদায় করে শেষ আটে বার্সেলোনা

লা লিগা যে রূপে শেষ করেছিল বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগ যেন শুরু করল ঠিক সেভাবে। একের পর এক আক্রমণে কাঁপিয়ে দিল নাপোলিকে। যথারীতি সামনে থেকে নেতৃত্ব দিলেন লিওনেল মেসি। ঘরের মাঠে জিতেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নিল কিকে সেতিয়েনের দল।
গত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছে বার্সা। স্প্যানিশ ক্লাবটির গোলদাতারা হলেন ক্লেমোঁ লংলে, লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। অতিথিদের হয়ে ব্যবধান কমান লরেঞ্জো ইনসিনিয়ে। প্রথম লেগে মূল্যবান অ্যাওয়ে গোলের কারণে ফিরতি লেগ গোলশূন্যভাবে শেষ হলেই চলত বার্সেলোনার।
আগের লেগে ইতালিয়ান ক্লাব নাপোলির মাঠে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। ফলে দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় শেষ আট নিশ্চিত করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জার্মান বুন্ডেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে পর্তুগালের রাজধানী লিসবনের দা লুজ স্টেডিয়ামে।
এএন/০৩