নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৯, ২০২০
০৬:৩৪ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৯, ২০২০
০৬:৩৫ পূর্বাহ্ন
সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে আট হাজার। গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত কারও প্রাণহানি ঘটেনি। এসময়ে বিভাগে সুস্থ হয়েছেন ১৩২ জন।
সবশেষ গত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৮৫ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় ৪২ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজার জেলায় ৩০ জন রয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রবিবার (৯ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৮২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪ হাজার ৬২৫ জন, সুনামগঞ্জে ১ হাজার ৬০১ জন, হবিগঞ্জে ১ হাজার ২৫৭ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৯৯ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৫৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১২ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজার জেলায় ১৩ জন রয়েছেন।
সিলেট বিভাগে ৩ হাজার ৯৫২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ১ হাজার ২৫২ জন, সুনামগঞ্জের ১ হাজার ২২৩ জন, হবিগঞ্জের ৮০৯ জন ও মৌলভীবাজার জেলার ৬৬৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৩২ জনকে সুস্থ ঘোষণা করা হয়।
করোনা আক্রান্ত ১৫৪ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩৮ জন ও মৌলভীবাজারে ২২ জন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেট বিভাগের আরও ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।'
এনএইচ/বিএ-১৩