তাহিরপুর প্রতিনিধি
আগস্ট ০৯, ২০২০
১০:৫২ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৯, ২০২০
১০:৫২ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৬ হাজার ২শ ৫০ কেজি কয়লা আটক করেছেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম কয়লা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা যায়, আজ রোববার (৯ আগস্ট) ভোররাতে লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এবং বিএসবি ও ভিআইপি সদস্য ল্যান্স নায়েক আক্তার হোসেন, নায়েক তসলিম উদ্দিন প্রধানের সহযোগিতায় লাউড়েরগড় সীমান্তের যাদুকাটা নদীর ১৫০ গজ বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসার সময় উক্ত কয়লা আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কয়লা ফেলে রেখে পালিয়ে যায়।
এএইচ/আরআর-০১