নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৯, ২০২০
০৩:৩৭ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৯, ২০২০
০৬:৪৬ অপরাহ্ন
সিলেট নগরের শিবগঞ্জ হাতিমবাগ এলাকা থেকে মৌমিতা দাস পপি (২৬) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি বালাগঞ্জ উপজেলার কায়স্থঘাট গ্রামের রাজকুমার দাসের মেয়ে এবং সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী। তিনি পরিবারের সঙ্গে নগরের হাতিমবাগ এলাকার ১ নম্বর রোডের ৪৪ নম্বর বাসায় বসবাস করতেন। পপি প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন।
আজ রবিবার দুপুর আড়াইটার দিকে শাহপরাণ থানা পুলিশ পপির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট মিররকে বলেন, পপি একবার স্ট্রোক করেছিলেন। এরপর থেকে তার শরীরের একপাশ প্যারালাইসিস হয়ে যায়।
গত শনিবার রাতে নিজ কক্ষের ফ্যানের সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে তার পরিবার জানান। গতকাল রবিবার তার পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার পিতা থানায় এসে লিখিতভাবে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মারা যাওয়া পপি একটি চিরকুট লিখে গেছেন। সেই চিরকুটে লেখা রয়েছে, আমি পঙ্গু হয়ে বাঁচতে চাই না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না।
এনএইচ/এএফ-০২