খেলা ডেস্ক
আগস্ট ১০, ২০২০
০৫:৫৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১০, ২০২০
০৫:৫৩ পূর্বাহ্ন
করোনায় বদলে যাওয়া নিয়মে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন লিগের মিনি টুর্নামেন্টে' যে কোনো কিছুই হতে পারে বলে মনে করেন ফুটবল ক্লাব বার্সেলোনার অন্যতম সেরা খেলোয়াড় লুইস সুয়ারেজ। নতুন নিয়মে বিশ্বকাপের মতো এক লেগে হবে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচ।
চলতি মৌসুমে যেন রীতিমতো উড়ছে বায়ার্ন মিউনিখ। গ্রুপ পর্বে সর্বাধিক ২৩টি গোল দিয়েছে তারা। দ্বিতীয় রাউন্ডে এসেও একই ছন্দে রয়েছে। ইংলিশ জায়ান্ট চেলসিকে ৭-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিরশ্চিত করে। তারপরও এক লেগের ম্যাচে দুই দলেরই সমান সুযোগ রয়েছে বলে জানালেন সুয়ারেজ, 'সিঙ্গেল ম্যাচে দুই দলেরই সমান সুযোগ থাকে। এটা ৫০-৫০। বায়ার্ন দারুণ একটা দল। তাদের বিপক্ষে এক লেগের ম্যাচে যে কোনো কিছুই হতে পারে। তারা এ আসর জয়ের অন্যতম একটা দল, যেমনটা আমরাও। ৯০ মিনিটে ১১ জনের বিপক্ষে ১১ জনের লড়াই হবে।'
অথচ শেষ ষোলোতে নিজেদের প্রতিপক্ষ নাপোলিকেই হারাতে ঘাম ছুটেছে বার্সেলোনার। প্রথম লেগে ড্র করার পর আগের দিন ৩-১ ম্যাচে জিতলেও ম্যাচের শেষ দিকে একক প্রাধান্য ছিল ইতালিয়ান ক্লাবটির। তারপরও এ জয়কে স্বস্তির বলছেন সুয়ারেজ, 'এটা আমরা সকলে প্রত্যাশা করছিলাম। গত দুই সপ্তাহে প্রতিপক্ষের (নাপোলির) সঙ্গে লড়তে আমরা সত্যিই ভালো প্রস্তুতি নিয়েছি। কারণ আমরা প্রথম লেগে দেখেছি কতোটা কঠিন লড়াই হয়েছিল। তবে মূল কথা হচ্ছে যে আমরা পরের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করতে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়েছি।'
এএন/০৫