গোয়াইনঘাটে ইয়াবা ও ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

গোয়াইনঘাট প্রতিনিধি


আগস্ট ১০, ২০২০
০৮:৫৫ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১০, ২০২০
০৮:৫৫ অপরাহ্ন



গোয়াইনঘাটে ইয়াবা ও ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাটে থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. সালমান (২৮)। তিনি উপজেলার দক্ষিণ রামনগর এলাকার মৃত আজিদ আলীর ছেলে।

গতকাল রোববার (৯ আগস্ট) রাতে পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই আতিক উজ জামান জুনেল ও এএসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কুনকিরি ফারুক আহমদ উচ্চবিদালয়ের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ হাতেনাতে সালমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ইয়াবা ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম'র দিকনির্দেশনায় গোয়াইনঘাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরোদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গোয়াইনঘাটকে থানাকে মাদকমুক্ত করতে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

এমএম/আরআর-০২