মাস্ক না পরায় জগন্নাথপুরে ১৬ জনকে জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি


আগস্ট ১০, ২০২০
০৯:৫৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১০, ২০২০
০৯:৫৭ অপরাহ্ন



মাস্ক না পরায় জগন্নাথপুরে ১৬ জনকে জরিমানা

মাস্ক ব্যবহার না করে জনসম্মুখে অবাধে চলাফেরা করার দায়ে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে ১৬ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ সোমবার (১০ আগস্ট) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত এ দণ্ড প্রদান করেন।

জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে জগন্নাথপুর পৌরশহরের পৌর পয়েন্টসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মাস্ক ব্যবহার না করে অবাধে ঘোরাঘুরি করায় ১৬ জনকে ১০ হাজার ৭শ ৯০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত বলেন, 'জনগণকে মাস্ক পরিধানে সচেতন করতে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এছাড়া জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করা এবং মাস্ক পরিধান করার বিষয়ে সচেতন করা হয়েছে।

 

এএ/আরআর-০৪