শিপ্রা-সিফাতের বিরুদ্ধে মামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১০, ২০২০
০৪:৩০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১০, ২০২০
০৪:৩০ অপরাহ্ন



শিপ্রা-সিফাতের বিরুদ্ধে মামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন

মেজর সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় স্বপ্নবাজ দুই চলচ্চিত্রকর্মী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী শিপ্রা দেবনাথ ও সাহেদুল ইসলাম সিফাতের বিরুদ্ধে দায়েরকৃত 'মিথ্যা' মামলা প্রত্যাহার ও সামাজিক নিরাপত্তার দাবিতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১০ আগস্ট) বেলা ৩টায় হবিগঞ্জ পৌর টাউন হলে অনুষ্ঠিত মানববন্ধনে চলচ্চিত্রকর্মী শিপ্রা ও সিফাতের উপর হওয়া সকল প্রকার হয়রানিমূলক কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং মানসিক প্রহসন বন্ধের দাবি জানানো হয়।

হবিগঞ্জ ফিল্ম এক্টিভিস্টস এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, চলচ্চিত্রকর্মী নাসির উদ্দিন আহমেদ, ইফতেখার আহমেদ ফাগুন, শহিদুল হক সৈকত, মানিক লাল সরকার, ফাহাদ হাসান, বিজয় সরকার, এ আর সোহাগ, শাহ মো. রাসেল, মঞ্চশিল্পী ঝলক গোপ পুলক, দূর্জয় রায়, ইমন দাশসহ হবিগঞ্জের সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

 

আরআর-১২