গোলাপগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১১, ২০২০
১১:০৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১১, ২০২০
০২:১৮ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে বিভিন্ন যানবাহন থেকে নিষিদ্ধ হাইড্রলিক হর্ন অপসারণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত সিলেট-জকিগঞ্জ সড়কে থানা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, টিআই দেলোয়ার হোসেন, সার্জেন্ট বিশ্বজিৎ সামন্তসহ সঙ্গীয় ফোর্স। অভিযানকালে বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন থেকে ৫০টি হাইড্রলিক হর্ন অপসারণ করা হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার টিআই দেলোয়ার হোসেন বলেন, এ রকম অভিযান অব্যাহত থাকবে। আমরা সকল চালকদের বলেছি এ রকম হর্ন সরকারিভাবে নিষিদ্ধ। এটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে হার্ট ও কানের রোগীদের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর।
এফএম/আরআর-০১