জগন্নাথপুর প্রতিনিধি
আগস্ট ১১, ২০২০
১১:৫৪ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১১, ২০২০
১১:৫৪ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ২৪ ঘন্টায় জগন্নাথপুর থানার এসআইসহ তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১১৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১১০ জন।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম নতুন আক্রান্তদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে হোম আইসোলেশনে থাকার নির্দেশনা দিয়েছে।
আক্রান্তদের মধ্যে আছেন জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব আহমদ। অপর দু'জন পৌরশহরের বাসুদেব বাড়ি এলাকার বাসিন্দা।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, নমুনা সংগ্রহের পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র পিসিআর ল্যাব থেকে গতকাল সোমবার রাতে আক্রান্তদের রিপোর্ট পজিটিভ আসে। তাদেরকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
এএ /আরআর-০৩