সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

খেলা ডেস্ক


আগস্ট ১২, ২০২০
১২:২৩ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১২, ২০২০
১২:২৩ পূর্বাহ্ন



সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

অতিরিক্ত সময়ের গোলে কোপেনহেগেনকে হারিয়ে ইউরোপা লিগের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার রাতে কোপেনহেগেন ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ। গত শীতকালীন দলবদলে ওল্ড ট্র্যাফোর্ডে পা রাখার পর ম্যানইউর জার্সিতে এই নিয়ে ১১ গোল করলেন পর্তুগিজ ফরোয়ার্ড।

ম্যাচের অধিকাংশ সময় ম্যানচেস্টার ইউনাইটেডকে হতাশ করে কোপেনহেগেন। বিশেষ করে দলটির গোলরক্ষক কার্ল-হুয়ান জনসন বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেছেন। এছাড়া ওলে গানার সোলসারের শিষ্যদের দুই শট পোস্টে লেগে ফিরে আসে এবং ম্যাসন গ্রিনওডের এক গোল বাতিল করা হয়। 

নির্ধারিত ৯০ মিনিট ম্যাচের ফলাফল ছিল গোলশূন্য। খেলা গড়ানো অতিরিক্ত সময়ে ফাউলের শিকার হন অ্যান্থনি মার্শাল। তা থেকে গোল করে ইউনাইটেডকে সেমিফাইনালে নিয়ে যান ফার্নান্দেজ।

এএন/০৬