তাহিরপুরে বৃক্ষরোপণ করলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব

তাহিরপুর প্রতিনিধি


আগস্ট ১১, ২০২০
০৮:৪৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১১, ২০২০
০৮:৪৬ অপরাহ্ন



তাহিরপুরে বৃক্ষরোপণ করলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে বৃক্ষরোপণ করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবীর বিন আনোয়ার। বৃক্ষরোপণ শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার বড়দল (দক্ষিণ) ইউনিয়নের মাটিয়ান হাওরের বাঁধের টাকাটুকিয়া অংশে বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলার প্রশাসক মো. আব্দুল আহাদ, তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সবিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী মর্তুজা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি বাবরুল হাসান বাবলু, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, শ্রীপুর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিত সরকার, উপ-সহকারী প্রকৌশলী এমরান হোসেন প্রমুখ।

 

এএইচ/আরআর-০৫