খেলা ডেস্ক
আগস্ট ১২, ২০২০
০২:২৭ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১২, ২০২০
০২:২৭ পূর্বাহ্ন
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগে টানা ১৩ বার কোয়ার্টার ফাইনালে উঠল বার্সেলোনা। শেষ ষোলো দুই লেগে নাপোলিকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মেসিরা। এ নিয়ে রেকর্ড টানা ১৩ মৌসুম ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ এই আসরে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল বার্সা।
কাতালানরা ২০০৬-০৭ মৌসুমের পর চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠতে কখনো ব্যর্থ হয়নি। বার্সা এই সাফল্য প্রমাণ করে ইউরোপিয়ান আসরে কতাটা দাপট দেখিয়েছে তারা। যেখানে আর কোনো দলই টানা ৮ মৌসুমের বেশি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারেনি। স্প্যানিশ জায়ান্ট দলের পরবর্তী অ্যাসাইন্টমেন্ট বায়ার্ন মিউনিখ। লিসবনে আগামী ১৪ আগস্ট জার্মান শীর্ষ দলটির বিপক্ষে শেষ আটের ম্যাচে লড়বে বার্সা। এ ম্যাচ জিতলেই সেমিফাইনাল।
এএন/০৭