কানাইঘাট প্রতিনিধি
আগস্ট ১১, ২০২০
০৩:১৩ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১১, ২০২০
০৩:১৬ অপরাহ্ন
সিলেটের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেসমিন বেগম নামের এক গৃহবধূ এক সঙ্গে তিন কন্যাসন্তান প্রসব করেছেন। তাদের মধ্যে এক সন্তান মৃত অবস্থায় প্রসব হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রসবব্যাথা নিয়ে আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে স্বজনদের নিয়ে উপজেলার সোনাতুলাকান্দি গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী জেসমিন বেগমকে (৩০) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তাকে গাইনি বিভাগে তাৎক্ষণিকভাবে ভর্তি করা হয়। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শেখ শরফুদ্দিন নাহিদ ও মেডিকেল অফিসার ডা. উম্মে কুলসুমার নেতৃত্বে একটি মেডিকেল টিমের অধীনে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে জেসমিন বেগম তিন কন্যাসন্তান প্রসব করেন। তবে তাদের মধ্যে এক নবজাতক মৃত অবস্থায় প্রসব হয়।
মা জেসমিন বেগম সম্পূর্ণ সুস্থ থাকলেও দুই জীবিত নবজাতক কন্যাসন্তানের ওজন কম থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শরফ উদ্দিন নাহিদ বলেন, হাসপাতালে যখনই কোনো গর্ভবতী মা প্রসবব্যাথা নিয়ে আসেন, তাদের সব ধরণের চিকিৎসা প্রদানের ব্যবস্থা আমরা করে থাকি যাতে করে স্বাভাবিকভাবে সন্তানের জন্ম হয়। জেসমিন বেগম প্রসবব্যাথা নিয়ে আসার পর তার চিকিৎসাসেবা আমরা তাৎক্ষণিক প্রদান করি এবং তিনি তিন কন্যাসন্তান প্রসব করেন। তাদের মধ্যে দুইজন জীবিত আছে।
এমআর/আরআর-১২