চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাসহ ওসমানীর ল্যাবে ৬৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১২, ২০২০
০৩:৫৪ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১২, ২০২০
০৪:০২ পূর্বাহ্ন



চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাসহ ওসমানীর ল্যাবে ৬৮ জনের করোনা শনাক্ত

চার চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাসহ সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ৬৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৮ জন করোনাভাইনাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জ জেলার একজন এবং মৌলভীবাজার জেলার ৩৯ জন রয়েছেন।

সিলেট জেলায় শনাক্ত ২৮ জনের মধ্যে ২৬ জনই সিলেট সদর ও সিটি করপোরশন এলাকার বাসিন্দা। এছাড়া দক্ষিণ সুরমা ও বিয়ানীবাজার উপজেলার একজন করে রয়েছেন। শনাক্তদের মধ্যে ৪ চিকিৎসক, এক পুলিশ কমকর্তা রয়েছেন।

এ নিয়ে সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৭৭ জন, সুনামগঞ্জে ১ হাজার ৬৪৭ জন, হবিগঞ্জে ১ হাজার ২৯৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ১৫৯ জন রয়েছেন। 

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৫৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১২ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজার জেলায় ১৩ জন রয়েছেন। 

সিলেট বিভাগে ৪ হাজার ২৩০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ১ হাজার ৪১৬ জন, সুনামগঞ্জের ১ হাজার ২৭১ জন, হবিগঞ্জের ৮৪৮ জন ও মৌলভীবাজার জেলার ৬৯৫ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৯৮ জনকে সুস্থ ঘোষণা করা হয়।

করোনা আক্রান্ত ১৪৪ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৭৭ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১২ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩৮ জন ও মৌলভীবাজারে ১৭ জন।

বিএ-১৮