নগরে জঙ্গি সদস্যের বাসা থেকে বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১২, ২০২০
০৫:১৬ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১২, ২০২০
০৫:৩৩ পূর্বাহ্ন



নগরে জঙ্গি সদস্যের বাসা থেকে বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

সিলেট নগরের জালালাবাদে নব্য জিএমবির এক সদস্যর বাসায় অভিযান চালিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি)। আজ মঙ্গলবার (১১ আগস্ট) রাতে চালানো ওই অভিযানে বোমা তৈরির সরঞ্জাম ও কম্পিউটার ডিভাইস জব্দ করা হয়। 

আজ বুধবার রাত ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশেরকাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট  এ অভিযান চালায়। এসময় সিলেট মহানগর পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খান।

তিনি বলেন, ‘জালালাবাদ আবাসিক এলাকার মুক্তিযোদ্ধা মইনুল আহমদের বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় আমিও উপস্থিত ছিলাম। এছাড়া বাসা থেকে বোমা তৈরীর সরঞ্জাম এবং কিছু কম্পিউটার উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। উদ্ধারকৃত কম্পিউটারে বোমা তৈরির বেশকিছু ভিডিও ছিলো।’

নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা এ অভিযানের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

এনএইচ/বিএ-২০