নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২০
০৫:৩৯ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১১, ২০২০
০৫:৩৯ অপরাহ্ন
সিলেট ও সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৪২ জন রোগী শনাক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (১১ আগস্ট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রকাশ নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ১৫ জন, সুনামগঞ্জ জেলার ২৭ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৯২ জন, সুনামগঞ্জে ১ হাজার ৬৭৪ জন, হবিগঞ্জে ১ হাজার ২৯৬ জন ও মৌলভীবাজারে ১ হাজার ১৫৯ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৫৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১২ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজার জেলায় ১৩ জন রয়েছেন।
সিলেট বিভাগে ৪ হাজার ২৩০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ১ হাজার ৪১৬ জন, সুনামগঞ্জের ১ হাজার ২৭১ জন, হবিগঞ্জের ৮৪৮ জন ও মৌলভীবাজার জেলার ৬৯৫ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৯৮ জনকে সুস্থ ঘোষণা করা হয়।
করোনা আক্রান্ত ১৪৪ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৭৭ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১২ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩৮ জন ও মৌলভীবাজারে ১৭ জন।
এনএইচ/বিএ-২১