নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২০
০৭:০১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১১, ২০২০
০৭:০১ অপরাহ্ন
সিলেট থেকে আটক নব্য জেএমবির ৫ সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের টিলাগড়ের শাপলাবাগ আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) একটি দল।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে নয়টা থেকে টিলাগড়ের শাপলাবাগ আবাসিক এলাকার আবাসিক এলাকার ৪০/এ ‘শাহ ভিলা’ বাসায় এ অভিযান শুরু হয়। এসময় সিলেট মহানগর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী। তবে তিনি অভিযানের বিস্তারিত তথ্য জানাতে পারেননি।
‘শাহ ভিলা’র মালিক শাহ মো. শামোদ আলী জানান, নাইম ও সায়েম তার বাসার চারতলার ফ্ল্যাটটি গত দুই মাস আগে কম্পিউটার সেন্টার বানানোর জন্য ভাড়া নিয়েছে। এসময় তারা অগ্রিম ভাড়ার টাকাও দেয় কিন্তু তারা সেখানে অবস্থান করে না।
অভিযানের সময় সঙ্গে থাকা জঙ্গি সদস্য এই বাসায় ট্রেনিং করার পরিকল্পনার কথা স্বীকার করেছে বলে জানান বাড়ির মালিক।
এর আগে মঙ্গলবার সিলেট থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ বা নব্য জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে পুলিশ জানায়, সিলেট নগরের মিরাবাজার উদ্দীপন-৫১ নম্বর বাসা থেকে গেল রবিবার রাতে নব্য জেএমবির সিলেট অঞ্চলের কমান্ডার নাইমুজ্জামান নাইমকে গ্রেপ্তার করা হয়। নাইমের কাছ থেকে তথ্য পেয়ে সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে পৃথক দুটি অভিযানে আটক করা হয় আরো চারজনকে। এরমধ্যে জালালাবাদ আবাসিক এলাকা থেকে সানাউল ইসলাম সাদকে এবং টুকেরবাজার এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।
এই পাঁচজন সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে হামলার পরিকল্পনা করছিল বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে।
এনএইচ/বিএ-০২