সিলেট নগর ছাত্রদলের কোনও ইউনিট কমিটি হয়নি

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১২, ২০২০
০৭:০৬ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১২, ২০২০
০৭:০৭ পূর্বাহ্ন



সিলেট নগর ছাত্রদলের কোনও ইউনিট কমিটি হয়নি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সিলেট মহানগর ছাত্রদলের আওতাধীন ১৫ টি ইউনিটে আহবায়ক কমিটি গঠনের খবর সঠিক নয় বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল। 

মঙ্গলবার রাতে সিলেট মিররকে তিনি বলেন, ফেসবুকে সিলেট মহানগর ছাত্রদলের ১৫ ইউনিটের কমিটির যে তালিকা ছড়িয়ে পড়েছে তা ঠিক নয়। এটা সম্পূর্ণ ভুয়া।  

তিনি বলেন, ওই কমিটিগুলোর খসড়া এখনো কেন্দ্রে রয়েছে। যাচাই বাছাই হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাত ১০ টার দিকে ফেসবুকে সিলেট মহানগর ছাত্রদলের আওতাধীন এমসি কলেজ ছাত্রদল, সিলেট সরকারি কলেজ ছাত্রদল ও ১৩ টি ওয়ার্ডে নতুন আহবায়ক কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়ে। 

সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানও সিলেট মিররের কাছে নতুন কমিটি গঠন হয়েছে বলে দাবি করেন।

এনসি/বিএ-০৩