গোলাপগঞ্জে শ্রীচৈতন্যের মন্দির পরিদর্শনে ডিআইজি মফিজ উদ্দিন

গোলাপগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১১, ২০২০
০৮:১৪ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১১, ২০২০
০৮:১৪ অপরাহ্ন



গোলাপগঞ্জে শ্রীচৈতন্যের মন্দির পরিদর্শনে ডিআইজি মফিজ উদ্দিন

সিলেটের গোলাপগঞ্জে শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দির পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ। 

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় তিনি মন্দির পরিদর্শনে যান। পরিদর্শন কালে মন্দির প্রাঙ্গনের বিভিন্ন দিক ঘুরে দেখেন তিনি। এসময় তাঁর সম্মানে মন্দির প্রাঙ্গনে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিদর্শন কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র,  অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, এএসপি গোলাপগঞ্জ সার্কেল রাশেদুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরের সেবায়েত রাধা বিনোধ মিশ্র, উপজেলা হিন্দু- বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক কাজল কান্তি দাস, ইউপি সদস্য রেজাউল হক রাজু, সেলিম আহমদ, নিজাম আহমদ, সাহাবুদ্দিন আহমদ, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি নিরেন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক রজত কান্তি দাস, পূজা উদযাপন পরিষদ নেতা নকুল রাম মালাকার, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধির রাম বিশ্বাস, ঢাকাদক্ষিণ সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশু দেব, সাধারণ সম্পাদক বিদ্যুৎ ভূষণ দেব, ভাদেশ্বর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুধীর রঞ্জন দাস, সাংবাদিক ফারহান মাসউদ আফছর, ব্যবসায়ী তাপস চন্দ্র কাপালী প্রমুখ।

এফএম/বিএ-০৫