জগন্নাথপুর প্রতিনিধি
আগস্ট ১২, ২০২০
১১:১১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১২, ২০২০
১১:১১ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জের গন্ধর্বপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলম মজলু (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের ফজুর আলীর ছেলে। আজ বুধবার (১২ আগস্ট) এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকাল ১১টার দিকে নিজ ঘরের স্ট্যান্ডফ্যানের সুইচ ঠিক করার জন্য কাজ করছিলেন মজলু। হঠাৎ করে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দিপঙ্কর সরকার বলেন, ওই ব্যক্তির স্বজনরা তার মরদেহ থানায় নিয়ে আসেন। পরে আমি ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাই। বাজার থেকে নতুন ফ্যান ক্রয় করে নিজেই সেই ফ্যানের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন তিনি।
এএ/আরআর-০৩