করোনা প্রতিরোধে সিপিবির প্রচারাভিযান শুরু

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১২, ২০২০
০৯:৫২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১২, ২০২০
০৯:৫২ অপরাহ্ন



করোনা প্রতিরোধে সিপিবির প্রচারাভিযান শুরু

করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘সচেতন হও, মানুষ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে সিলেটে প্রচার অভিযান শুরু করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটি।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১২ আগস্ট) বিকেল তিনটায় সিপিবি সিলেট জেলা কমিটির উদ্যোগে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় ঘণ্টাব্যাপী প্রচার অভিযান চালানো হয়। এ সময় তিন শতাধিক মাস্ক বিতরণ করা হয়। 

এ সময় বক্তব্য দেন, সিলেট জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, যুব ইউনিয়ন সিলেট জেলার সহসভাপতি অ্যাডভোকেট মনির উদ্দিন, অ্যাডভোকেট নিতু কান্ত দাস, যুব ইউনিয়ন সিলেট জেলার সহসাধারণ সম্পাদক এস কে শাকিল, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নাবিল এইচ, মহানগর সংসদের সভাপতি হাছান বক্ত চৌধুরী কাওছার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘করোনা মহামারি মোকাবিলায় সরকারের সীমাহীন ব্যর্থতার কারণে দেশে মানুষের মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে। দেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।’ 

বক্তারা জনসাধারণের উদ্দেশ্য বলেন, ‘বর্তমান অগণতান্ত্রিক, ব্যর্থ সরকারের বিরুদ্ধে সংগ্রাম জোরদার করার পাশাপাশি নিজেদের রক্ষা করতে ও মানুষকে বাঁচাতে সচেতন হতে হবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চিকিৎসকদের নির্দেশনা মেনে চলাফেরা করতে হবে।’

এনএইচ/এনপি-০২