বিমানের টিকেট না পেয়ে সিলেটে প্রবাসীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১৩, ২০২০
০২:০৮ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৩, ২০২০
০২:৩০ পূর্বাহ্ন



বিমানের টিকেট না পেয়ে সিলেটে প্রবাসীদের বিক্ষোভ

টিকেট না পেয়ে সিলেটে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। গতকাল মঙ্গলবার বেলা ১ টার দিকে নগরের মজুমদারী এলাকার বাংলাদেশ বিমান অফিসের সামনে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য প্রবাসী।

প্রবাসীরা অভিযোগ করে বলেন, বিমান অফিসের দায়িত্বশীলরা নানান অনিয়মে জড়িত। আমরা প্রতিদিন এই অফিসে আসছি। কিন্তু তারা আমাদের কোনও টিকেট দিচ্ছে না। বিমান অফিস কর্তৃপক্ষ আগামী ৩০ তারিখ পর্যন্ত বিমানের কোন সিট খালি নাই বলছে। অথচ বিভিন্ন এজেন্সি টিকেট বিক্রি করছে।

এক প্রবাসী বলেন, আমি ২৫ ফেব্রুয়ারি আবুধাবি থেকে দেশ এসছি রিটার্ন টিকেটসহ। টিকেট না পেয়ে আমি আবুধাবি যেতে পারছি না। 

আরেক প্রবাসী বলেন, প্রবাসীরা দেশে সম্মান পাচ্ছে না। আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি। কিন্তু টিকেট পাচ্ছি না। যারা টাকা দিচ্ছে তারাই এখন টিকেট পাচ্ছে।

বাংলাদেশ বিমান সিলেট জেলার ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বলেন, বাংলাদেশে বিমানের টিকিট সঙ্কটের কারণে সিলেটে আটকা পড়া প্রবাসীরা অফিসের সামনে জড়ো হয়েছেন। আগামী ৩০ তারিখ পর্যন্ত বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইটেরই আসন খালি নেই। তবে তাদের কাগজপত্রের ফটোকপি আমরা রেখে দিচ্ছি। যখনই টিকিট অ্যাভেলেবল হবে, তাদেরকে মেসেজ দেওয়া হবে।

এনসি/বিএ-০১