নবীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৩, ২০২০
০৬:৫৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৩, ২০২০
০৬:৫৮ পূর্বাহ্ন
করোনা পরিস্থিতিতে প্রয়োজন ব্যতিত ঘর থেকে বের হতে নিষেধ করেছে সরকার। বাইরে বের হলেও মাস্ক পরিধান করা, সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনাও জারি করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নবীগঞ্জে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে।
বুধবার (১২ আগষ্ট) বিকেলে নবীগঞ্জ পৌর শহরে মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি না মেনে চলায় ভ্রাম্যমান আদালত এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। অধিকাংশ ব্যক্তির তৎক্ষনাত মাস্ক ক্রয় করে পরিধান করানো হয়। মোবাইল কোর্টে সহযোগীতা করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, মাস্ক পরিধান না করায় কয়েক ব্যক্তি ও স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এএম/বিএ-১৬