ছাতকে নৌকাডুবিতে আহত ১৫, শিশু নিখোঁজ

ছাতক প্রতিনিধি


আগস্ট ১৪, ২০২০
০১:৩৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৪, ২০২০
০১:৩৯ পূর্বাহ্ন



ছাতকে নৌকাডুবিতে আহত ১৫, শিশু নিখোঁজ

সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে নৌকাডুবির ঘটনায় এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ছাতক থেকে রড-সিমেন্টসহ যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা সৈদাবাদের উদ্দেশে ঘাট থেকে ছেড়ে সুরমা নদীর মধ্যখানে পৌঁছালে একটি বাল্কহেড নৌকা সেটিকে ধাক্কা দিলে ওই যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার যাত্রীদের ছোট নৌকা দিয়ে উদ্ধার করা হয়। অনেক যাত্রী সাঁতার কেটে তীরে পৌঁছেন। তবে নিখোঁজ রয়েছে ডুবে যাওয়া নৌকায় থাকা শিশু মোজাহিদ আলী (৭)। সে ইসলামপুর ইউনিয়নের সৈদাবাদ গ্রামের আনকার আলীর পুত্র।

ছাতক থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাতক ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল মোজাহিদ আলীকে উদ্ধারে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে নৌকার রড-সিমেন্ট তলিয়ে গেলেও নৌকাটি উদ্ধার করেছে ডুবুরি দল।

 

এমএ/আরআর-০৮