অনলাইন দাবা অলিম্পিয়াড আজ শুরু

খেলা ডেস্ক


আগস্ট ১৪, ২০২০
০৫:৪৪ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৪, ২০২০
০৩:০৬ অপরাহ্ন



অনলাইন দাবা অলিম্পিয়াড আজ শুরু

করোনার কারণে বিশ্ব দাবা অলিম্পিয়াড এবার হচ্ছে না। সেটি পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছর। তবে এই সময়ে দাবাড়ুদের ব্যস্ত রাখতে বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা প্রথমবারের মতো অনলাইনে দাবা অলিম্পিয়াডের আয়োজন করেছে।
দুইভাগে হচ্ছে এই প্রতিযোগিতা। ডিভিশন এক-এ গতবারের শীর্ষ ২৫টি দেশ সরাসরি খেলবে। আর ডিভিশন দুই-এ বাংলাদেশ ছাড়াও আছে ৫০টি দেশ। তাদেরকে পাঁচ গ্রুপে বিভক্ত হয়ে খেলতে হচ্ছে। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দেশ জায়গা করে নেবে ডিভিশন এক-এ।
বাংলাদেশের খেলা শুরু হচ্ছে আজ শুক্রবার থেকেই। প্রথম খেলায় তারা মুখোমুখি হবে জার্মানির। এই গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জার্মানি, বেলারুশ, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, বুলগেরিয়া, তুর্কমেনিস্তান ও কিরগিজস্থান। তিনদিন ব্যাপী খেলা হবে চার ক্যাটাগরিতে-ওপেন, মহিলা ও অনূর্ধ্ব-২০ পুরুষ ও মহিলা দুই বিভাগে।
বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেন- ওপেন বিভাগে খেলবেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, ফিদে মাস্টার তৈয়বুর রহমান ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। মহিলা ক্যাটাগরিতে আছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমিন সুলতানা শিরিন ও মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার সামিহা সিম্মী। ওপেন অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে আছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। বালিকা বিভাগে রয়েছেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ।

এএন/০১