কোপা আমেরিকা : আর্জেন্টিনায় শুরু, কলম্বিয়ায় শেষ

খেলা ডেস্ক


আগস্ট ১৪, ২০২০
০২:৪৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৪, ২০২০
০৩:০৪ অপরাহ্ন



কোপা আমেরিকা : আর্জেন্টিনায় শুরু, কলম্বিয়ায় শেষ

কোপা আমেরিকার ৪৭তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঘোষিত সূচি অনুযায়ী মাসব্যাপী টুর্নামেন্টটি আর্জেন্টিনায় শুরু হবে ২০২১ সালের ১১ জুন। ১১ জুলাই শেষ হবে কলম্বিয়ায়।

কোপা আমেরিকার ইতিহাসে এবারই প্রথমবারের মতো যৌথভাবে আয়োজন করছে দুইটি দেশ আর্জেন্টিনা এবং কলম্বিয়া। আসরের উদ্বোধনী ম্যাচটি হবে আর্জেন্টিনায় ও ফাইনাল  হবে কলম্বিয়ার মাঠে। আর্জেন্টিনার ৫টি ভেন্যুতে ও কলম্বিয়ার ৪ ভেন্যুতে হবে টুর্নামেন্টের মোট ৩৮টি ম্যাচ। এর মধ্যে আর্জেন্টিনায় অনুষ্ঠিত হবে ১৮টি ও কলম্বিয়ার মাঠে অনুষ্ঠিত হবে বাকি ২০টি ম্যাচ।

টুর্নামেন্টের একমাত্র উদ্বোধনী ম্যাচটি খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা দল। পরে গ্রুপের বাকি চারটি ম্যাচ ১৫ জুন উরুগুয়ে, ১৯ জুন প্যারাগুয়ে, ২২ জুন অস্ট্রেলিয়া এবং ২৭ জুন বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসিরা। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ জুন, ভেনেজুয়েলার বিপক্ষে। এরপর ১৭ জুন পেরু, ২১ জুন কাতার, ২৪ জুন কলম্বিয়া ও ২৮ জুন একুয়েডরের বিপক্ষে খেলবে নেইমাররা।

সাউথ জোনে যারা থাকছেন: আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি, বলিভিয়া, প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া।

নর্থ জোনে যারা থাকছেন: ব্রাজিল, ইকুয়েডর, কলম্বিয়া, কাতার, ভেনেজুয়েলা ও পেরু।

এএন/০৩