যুক্তরাষ্ট্রে আলোর বিচ্ছুরণের মত ছুটল ড্রোন

খেলা ডেস্ক


আগস্ট ১৪, ২০২০
০৩:০৩ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৪, ২০২০
০৩:০৩ অপরাহ্ন



যুক্তরাষ্ট্রে আলোর বিচ্ছুরণের মত ছুটল ড্রোন

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো ভার্চুয়াল ড্রোন রেসিং। যেনো বাতাসের চেয়েও দ্রুতগামী। চোখে দেখার কোন উপায় নেই। আলোর বিচ্ছুরণের মত ছুটে চলল দ্রুতবেগে। 

যুক্তরাষ্ট্রের প্রপটাউনে আয়োজন করা হয় ভার্চুয়াল ড্রোন রেসিং চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড। যেখানে সব প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয়েছে এক্সব্লেড রেসার অ্যাস্টন গামবেলের ড্রোন।

ড্রোন রেসার থমাস পিটারসেন বলেন, এতদিন পর এই ট্র্যাকে ফিরতে পেরে খুব ভালো লাগছে। এটা অনেক দ্রুতগামী এক প্রতিযোগিতা। চ্যালেঞ্জ অনেক বেশি থাকে। কিছু কিছু জায়গায় আমি ভুল করেছি। যেগুলো পরবর্তীতে শুধরে নেয়ার চেষ্টা করবো।

ড্রোন রেসার অ্যাস্টন গামবেল বলেন, এই ট্র্যাকে প্রতিযোগীদের ড্রোনগুলোর অবস্থান খুব কাছাকাছি থাকে। তাই স্বাভাবিকভাবেই প্রতিযোগিতায় স্থান নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। আমার দল শেষ পর্যন্ত তা পেরেছে তাতেই আমি খুশি। 

এএন/০৪