বিশ্ব দাবা অলিম্পিয়াডে ফাহাদের চমক

খেলা ডেস্ক


আগস্ট ১৪, ২০২০
১০:০২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৪, ২০২০
১০:০২ অপরাহ্ন



বিশ্ব দাবা অলিম্পিয়াডে ফাহাদের চমক

অনলাইনে চলমান বিশ্ব দাবা অলিম্পিয়াডের বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানের চমকের দিনে ব্যর্থ হয়েছেন দলের বাকিরা। পুরুষ-মহিলা মিলে ৬ জনের টীমে ফাহাদ ছাড়া আর কেউ জয়ের মুখ দেেখেনি।

আজ শুক্রবার দাবা অলিম্পিয়াডের ডিভিশন টুয়ের প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল জার্মানি। প্রথম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান হারেন ড্যানিয়েল ফ্রিডম্যানের কাছে। আরেক গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার ড্যানিস ওয়াগনারের সঙ্গে।

তবে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হারিয়েছেন জার্মানির গ্র্যান্ডমাস্টার লুইস অ্যাঞ্জেলকে।

আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ফিদে মাস্টার লারা সুলশের কাছে, শারমিন সুলতানা শিরিন ফিলিজ ওসমানওদাজার কাছে এবং আহমেদ ওয়ালিজা জানা স্নেইডারের কাছে হেরে গেছেন। স্বাভাবিকভাবে ছয় বোর্ডের খেলায় হেরেছে বাংলাদেশ। বাংলাদেশকে ৪.৫-১.৫ পয়েন্টে হারিয়ে শুভ সূচনা করল জার্মানি। 

দাবা অলিম্পিয়াডে পুল ‘এ’তে থাকা বাংলাদেশের অন্য প্রতিপক্ষরা হচ্ছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, বেলারুশ, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, বুলগেরিয়া, তুর্কমিনিস্তান ও কিরগিজস্তান।

এএন/০৬