জগন্নাথপুরে চেক ডিজঅনার মামলার আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি


আগস্ট ১৫, ২০২০
০২:০৮ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৫, ২০২০
০২:০৮ পূর্বাহ্ন



জগন্নাথপুরে চেক ডিজঅনার মামলার আসামি গ্রেপ্তার

চেক ডিজঅনার মামলার আসামি রুমেন মিয়া (২৭) নামের এক পান ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পুলিশ।

আজ শুক্রবার (১৪ আগস্ট) তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত রুমেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ব্রাক্ষনগাঁও গ্রামের মোগল মিয়ার ছেলে। তিনি জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর বাজারে পান ভান্ডারী নামের একটি দোকান পরিচালনা করেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে জগন্নাথপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এএসআই শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

 

এএ/আরআর-০৪