বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে সিলেট জেলা ক্রীড়া সংস্থায় দোয়া মাহফিল

খেলা ডেস্ক


আগস্ট ১৫, ২০২০
১১:১৪ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৫, ২০২০
১১:১৪ অপরাহ্ন



বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে সিলেট জেলা ক্রীড়া সংস্থায় দোয়া মাহফিল

স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আজ শনিবার বাদ মাগরিব সিলেট জেলা ক্রীড়া ভবনে আয়োজিত মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী ও কোষাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন আহমদ ও কোষাধ্যক্ষ সৈয়দ তকরিমুল হাদী কাবী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মুফতি আব্দুল খাবির, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য নুরে আলম খোকন ও মাসুক মিয়া, শাহ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাছ উদ্দিন আক্কাই, জনতা ক্লাবের সাধারণ সম্পাদক সাদেক আহমদ, মোহনবাগান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন হেলাল, মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি মনসুর আহমদ, ইসমাইল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান শিপলু, সিলেট জেলা ক্রিকেট কমিটির সম্পাদক জয়দীপ দাস সুজক, সিলেট বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এইচ এম এ মালীক ইমন ও ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন, সিলেট জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় আহমেদ আলী মেনাই, ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক এটিএম ইকরাম, বিসিবি’র সিলেট জেলা ক্রিকেট কোচ মোঃ রানা মিয়া, সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সম্পাদক লিয়াকত হোসেন, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু ও সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু এবং দপ্তর সম্পাদক মহিউদ্দিন রাসেল, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি এনামুল হক জুনিয়র ও সাধারণ সম্পাদক আহমেদ সাদিকুর রহমান তাজিন, ক্রিকেট কোচ রিংকু সরকার , আলমাস আহমদ শুক্কুর, মুহিন আহমদ, নাসির উদ্দিন ও সাব্বির আহমদ, খেলোয়াড়বৃন্দ, ক্রীড়ানুরাগীরা। 

এএন/০৪