নবীগঞ্জে দোকানে আগুন, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নবীগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১৫, ২০২০
১১:২২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৫, ২০২০
১১:২২ অপরাহ্ন



নবীগঞ্জে দোকানে আগুন, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাঁশডর (দেবপাড়া) গ্রামে গতকাল শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত গভীর রাতে এক ব্যবসায়ীর তালাবদ্ধ দোকানঘরে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। আগুনে মায়ের দোয়া ভেরাইটিজ স্টোর নামের ওই ব্যবসাপ্রতিষ্ঠানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই ব্যবসায়ীর প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, স্থানীয় জাহির মিয়া হত্যা মামলা দায়েরের পর থেকে আসামিপক্ষের লোকজন গ্রেপ্তার এড়াতে গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেলে বাদীপক্ষের লোকজন আসামিপক্ষের লোকজনের বাড়িঘরে দিনে-দুপুরে চুরি, লুটপাট, ভাংচুর এমনকি নারী নির্যাতনের মতো ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় আদালতে মামলাও হয়েছে।

সর্বশেষ বাদীপক্ষের লোকজন আসামিপক্ষের রুসমত উল্লাহর পুত্র মো. আব্দুস সামাদ নামের এক ব্যবসায়ীর তালাবদ্ধ দোকানঘরে শুক্রবার দিবাগত গভীর রাতে আগুন দেয় বলে জানান ওই ব্যবসায়ী। আগুনে দোকানঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের ভেতরে থাকা ফ্রিজসহ বিভিন্ন ধরণের মালামাল পুড়ে গিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।

 

এএম/আরআর-১৭