বার্সার পরিণতিতে শিষ্যদের সাবধান করলেন গার্দিওলা

খেলা ডেস্ক


আগস্ট ১৬, ২০২০
০২:১৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৬, ২০২০
০২:১৭ পূর্বাহ্ন



বার্সার পরিণতিতে শিষ্যদের সাবধান করলেন গার্দিওলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে বার্সেলোনার পরিণতি দেখে লিওঁ'র বিপক্ষে মাঠে নামার আগে শিষ্যদের সতর্ক করে দিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। আজ শনিবার রাত ১টায় সিটিজেনরা সেমিফাইনালে শেষ দল হিসেবে স্থান করে নেওয়ার লড়াইয়ে নামছে লিওঁ'র বিপক্ষে।

কোয়ার্টার ফাইনালের ইতিহাসে এত বড় (৮-২) গোলের ব্যবধানে কোনো দল হারেনি। শিরোপার দৌঁড়ে এখন হট ফেবারিট ম্যাচেস্টার সিটি। চার বছর আগে তারা প্রথম চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে খেলেছিল। আজ রাতে লিসবনে লিওঁকে হারাতে পারলেই তাদের সেমিফাইনালে খেলা নিশ্চিত। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না সিটি বস পেপ গার্দিওলা।

যদিও ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারানো পেপ গার্দিওলার ক্লাবকেই অনেকে এবার ট্রফির দাবিদার মনে করছেন। সার্জিও আগুয়েরোর অনুপস্থিতিতে ম্যান সিটি গোলের জন্য যাঁর উপরে সব চেয়ে বেশি ভরসা করছে, সেই গ্যাব্রিয়েল জেসুস পর্য‌ন্ত বলেছেন, 'আমি স্বপ্ন দেখতে ভালবাসি। কল্পনা করি, ওই ট্রফিটা হাতে নিয়ে ছবি তুলছি! পর্তুগাল থেকে ট্রফি নিয়ে যাওয়াই একমাত্র লক্ষ্য। তবে আমরা যদি মনে করি, রিয়ালকে হারিয়ে অনেক কিছু করে ফেলেছি, তা হলে বুঝব মানসিকতায় আমরা পিছিয়ে আছি।'

কোয়ার্টার ফাইনালে সিটির প্রতিপক্ষ লিওঁ ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসকে বিদায় করে শেষ আটে আসে। গতবার এই চ্যাম্পিয়ন্স লিগেই তাদের কাছে নিজেদের মাঠে হেরেছিল ম্যান সিটি! যে কারণে গার্দিওলা বলেছেন, 'দলের সবাইকে সাবধান করে দিয়েছি। ম্যাচটা হালকাভাবে নেওয়া যাবে না। ওরা অঘটন ঘটিয়েই এই পর্যন্ত এসেছে।'

এএন/০১