বার্সার পথে ম্যান সিটি, সেমিফাইনালে লিওঁ

ক্রীড়া প্রতিবেদক


আগস্ট ১৬, ২০২০
০৫:৩৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৬, ২০২০
০৬:৪৪ পূর্বাহ্ন



বার্সার পথে ম্যান সিটি, সেমিফাইনালে লিওঁ

করোনায় বদলে যাওয়া নিয়মে এক লেগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার পথেই হাটল ম্যানচেস্টার সিটি। একদিন পর তারাও লিওঁ'র কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। দাপটে জয়ে সেমিফাইনালে ওঠেছে লিওঁ।
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের প্রতিদ্বন্দ্বী হিসেবে সবাই ম্যানচেস্টার সিটিকেই ধরে নিয়েছিলেন। দুর্দান্ত দাপুটে সিটি, আর কোথায় কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ লিওঁ। যারা এবার ফেঞ্চ লিগে সপ্তম হওয়ায় আগামীবার ইউরোপা লিগেও খেলবে না। সেই লিওঁ ট্যাকটিকসের খেলায় হারিয়ে দিল পেপ গার্দিওলার দলকে। ৩-১ ব্যবধানের এ জয়ে ১০ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল ফ্রান্সের ঐতিহ্যবাহী এ দলটি।


ম্যাচে জোড়া গোল করেন মুসা ডেম্বেলে। অপর গোলটি করেন কর্নেট। ম্যাচের ২৪ মিনিটের সময় কর্নেটের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লিওঁ। গোল হজমের পর তা পরিশোধে মরিয়া হয়ে উঠে ম্যানসিটি। তারপর সাবেক চ্যাম্পিয়নরা প্রথমার্ধে গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমন চালায় ম্যান সিটি। সফলতাও আসে ৬৯ মিনিটে। ম্যানচেস্টা সিটির অধিনায়ক ডি ব্রুইনের গোলে সমতায় ফিরে গার্দিওলার দল। ৭৮ মিনিটে হোসেম অওরের পাসে এক রক্ষণ চেরা সিটিকে তছনছ করে দেয়। সিটির ডি-বক্সে বল পেয়ে যান মুসা ডেম্বেলে। সিটির কোনো ডিফেন্ডার না থাকায় বেশ সময় নিয়ে শট নিলেন। সে শট এডেরসনের পায়ের নিচ দিয়ে চলে যায় জালে। লিওঁ আবারও ম্যাচে এগিয় যায় ২-১ গোলে। ৮৭ মিনিটে ম্যাচে নিজের জোড়া গোল করেন ডেমবেলে।  লিওঁ এগিয়ে যায় ৩-১ গোলে। এই ব্যবধানেই শেষ হয় ম্যাচ। ম্যাচসেরা হন মুসা ডেম্বেলে।
এএন/০৩