খেলা ডেস্ক
আগস্ট ১৭, ২০২০
০১:০৫ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৭, ২০২০
০১:০৫ পূর্বাহ্ন
ইংলিশ লিগের মৌসুম সেরা খেলোয়াড় হরেন কেভিন ডি ব্রুইনে। লিগে তার অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিও পেলেন ম্যানচেস্টার সিটির এ তারকা মিডফিল্ডার।
গত ৯ মৌসুমের মধ্যে ভিনসেন্ট কোম্পানি ও ইডেন হ্যাজার্ডের পর তৃতীয় বেলজিয়ান ফুটবলার হিসেবে এই পুরস্কার পেলেন ডি ব্রুইনে। এ অ্যাওয়ার্ড জয়ের পথে তিনি হারিয়েছেন লিভারপুলের ত্রয়ী তারকা ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ড, জর্ডান হেন্ডারসন ও সাদিও মানে; সাউদ্যাম্পটন ফরওয়ার্ড ড্যানি ইংস, লেস্টার স্ট্রাইকার জেমি ভার্ডি এবং বার্নলি গোলরক্ষক নিক পোপকে।
২৯ বছরের ডি ব্রুইনে বিদায়ী মৌসুমে গোল করেছেন ১৩টি। আর তার দল ম্যানসিটি মৌসুম শেষ করেছে চ্যাম্পিয়ন লিভারপুলের পর দ্বিতীয় স্থানে থেকে।
বেলজিয়ামের এ ফুটবল স্টার ২০ অ্যাসিস্টের রেকর্ডও স্পর্শ করেছেন। ২০০২-০৩ মৌসুমে রেকর্ডটি গড়েছিলেন সাবেক আর্সেনাল ফরওয়ার্ড থিয়েরি অঁরি।
এএন/০৫