খেলা ডেস্ক
আগস্ট ১৭, ২০২০
০২:৩৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৭, ২০২০
০২:৩৯ পূর্বাহ্ন
উয়েফা ইউরোপা লিগের প্রথম সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও সেভিয়া। বাংলাদেশ সময় রাত একটায় মাঠে নামবে দুই দল। আর নতুন নিয়মে এক লেগে অনুষ্ঠিত হচ্ছে নকআউট পর্বের ম্যাচগুলো। এই ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত হবে জয়ী দলের। জার্মানির রেইন এনার্জি এস্তাদিওনে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল।
উয়েফা ইউরোপা যেন নিজেদেরই করে রেখেছে সেভিয়া। দুর্দন্ত পারফরম্যান্স করে মোট পাঁচবার আর টানা তিনবার জয় করে ইউরোপার শিরোপা। এবার ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে সেমিফাইনালে সেভিয়ার সামনে প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ওলে গানার সোলশারের স্পর্শ বদলে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে হুলেন লোপেতেগির সেভিয়া।
এর আগে এফসি কোপেনহেগেনকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। সে ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট ছিল গোল শূন্য। অতিরিক্ত সময়ের ৯৫ মিনিটে অ্যান্থনি মার্শিয়ালকে ফাউল করায় পেনাল্টি পায় রেড ডেভিলরা। সেই পেনাল্টিতে ব্রুনো ফার্নান্দেজের করা একমাত্র গোলে সেমিতে ওঠে ম্যান ইউ। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে উলভসকে নির্ধারিত সময়ে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছিল সেভিয়া।
এএন/০৭