সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৭, ২০২০
০৫:২৪ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৭, ২০২০
০৫:২৪ পূর্বাহ্ন
চলতি বছরে জুন ২০২০ সিরিজের আইজিসিএসই এবং এ লেভেল পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে ক্যামব্রীজ অনুমোদিত সিলেটের একমাত্র আইজিসিএসই এবং এ লেভেলের স্বীকৃত প্রতিষ্ঠান রয়েল ইনস্টিটিউট অব স্মার্ট অ্যাডুকেশন (রাইজ)। পরীক্ষার ফলাফলে এ বছর গ্রেড ‘এ’ থেকে গ্রেড ‘সি’ পাওয়া শিক্ষার্থীদের হার শতকরা ৭০ শতাংশের বেশি। বাকী শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল আশানরূপ বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
স্কুল সূত্রে জানা গেছে, কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের মধ্যে সৌমিলি চক্রবর্তী রেকর্ড ছয়টি বিষয়ে ‘এ স্টার’ পেয়েছেন। তিনি পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, উচ্চতর গণিত এবং তথ্য-যোগাযোগ প্রযুক্তিতে ‘এ স্টার’ মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এছাড়া সাদাদ আহমেদ চৌধুরী পদার্থ ও উচ্চতর গণিতে ‘এ স্টার’ পাওয়ার পাশাপাশি রসায়ন, জীববিজ্ঞান ও গণিতে ‘এ’ গ্রেড পেয়েছেন। অন্যান্যদের মধ্যে রাইশা আমিন চৌধুরী পাঁচটি বিষয় যেমন পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিত ও তথ্য-প্রযুক্তিতে ‘এ গ্রেড’ পেয়েছেন। রাইজ স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে নওশীন নাহিয়াত হক নিমু পদার্থ বিজ্ঞান বিষয়ে ‘এ স্টার’ পেলেও তিনি গণিত, রসায়ন এবং জীববিজ্ঞান বিষয়ে ‘এ গ্রেড' অর্জন করেন। তাদের পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরা এ সেশনে আশানুরূপ ফলাফল অর্জন করেছেন এবং সফলতার সঙ্গে উত্তীর্ণ হোন।
আইজিসিএসই এবং এ লেভেল পরীক্ষায় সাফল্য অর্জনকারীদের অভিনন্দন জানিয়েছেন স্কুলের প্রিন্সিপাল মার্ক অ্যাডওয়ার্ড। এক অভিনন্দন বার্তায় তিনি এই সাফল্যের জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সকলের সম্মিলিত প্রয়াসে এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে।’ সাফল্যের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনের প্রথমদিক থেকেই রাইজ স্কুল সফলতার সঙ্গে অনলাইনে পাঠ কার্যক্রম চালিয়ে আসছে। শুরু থেকে এমন উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকদের আশাতিত সমর্থন ও উৎসাহ দেখা গেছে।