সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৭, ২০২০
০৬:২৭ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৭, ২০২০
০৬:২৭ পূর্বাহ্ন
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আসছে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতিপূর্বে সাংগঠনিক কার্যক্রম গত ১৫ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছিল। সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সভায় সিদ্ধান্তক্রমে আসছে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী সকল স্তরের ইউনিটের নেতৃবৃন্দকে সংশ্লিষ্ট কমিটির সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মোবাইলে যোগাযোগ, ভার্চুয়াল বৈঠক ইত্যাদির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
এর আগে বিকেল পাঁচটায় শুরু হয়ে রাত আটটায় সভা শেষ হয়। সভায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এই বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।
এএফ/০২