ফুটবল উন্মাদনার নগরী এখন লিসবন

খেলা ডেস্ক


আগস্ট ১৭, ২০২০
০৭:৩১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৭, ২০২০
০৭:৩১ অপরাহ্ন



ফুটবল উন্মাদনার নগরী এখন লিসবন

নিরপেক্ষ ভেন্যু হিসেবে করোনায় বদলা যাওয়া নিয়মে পর্তুগালে আয়োজন করা হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‌মিনি টুর্নামেন্ট। কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনালের ভেন্যু দেশটির লিসবন। চূড়ান্ত পর্বের ম্যাচগুলোর ভেন্যু হওয়ায় ভিন্ন সাজে সেজেছে নগরী। মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ না থাকলেও উন্মাদনার কমতি নেই দর্শকদের মাঝে। এছাড়া নিয়ন্ত্রিত সংক্রমণ হারের কারণে পর্তুগালের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ায় কিছুটা হলেও আশার আলো দেখছে বিভিন্ন পেশাজীবী। 

ক্লাব ফুটবলের ইউরোপ সেরার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার লড়াইয়ে নেমেছিল শীর্ষ আট দল। প্রতীকী ট্রফি ও আসরের প্রচারে লিসবনের রাস্তাগুলোও সেজেছে ভিন্ন সাজে। মেসি, নেইমারসহ অনেক তারকা ফুটবলারদের পদচারণায় কিছুটা হলেও প্রাণচাঞ্চল্য ফিরে পর্তুগালে। শেষ আটের লড়াই শেষে এখন শিরোপাযুদ্দ্ধে আছে চারটি দল। জার্মান ও ফ্রান্সের দু'টি করে দল থাকায় ইউরোপিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই এখন পরিণত হয়েছে জার্মান-ফ্রান্সময়। এই দু'টি দেশের একটিতেই যাচ্ছে শিরোপা এটা নিশ্চিত। করোনায় বদলে দেয়া নিয়মে এক লেগের কোয়ার্টাফাইনালে বিদায় নিয়ে ইউরোপের শীর্ষ লিগ লা লিগা, ইংলিশ লিগ ও সিরি'র দলগুলো।

করোনা যথেষ্ট নিয়ন্ত্রণে থাকলেও মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ নেই দর্শকদের। তাই স্ক্রিনেই খেলা দেখে প্রিয় দলকে সমর্থন দিচ্ছেন তারা। তবে আশাবাদী ব্যবসায়ীরাও।

একজন ফুটবল সমর্থক বলেন, মাঠে গিয়ে খেলা দেখতে পারলে তো খুবই ভালো লাগতো। আমরা টিভিতেই খেলা দেখছি। তারপরও এখানে সব মহাতারকারা এসেছে, খেলছে, দেখতে ভালো লাগছে।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, এত বড় আসরের সবগুলো ম্যাচ হচ্ছে এখানে। সবার মধ্যে ফুটবল নিয়ে আলাদা একটা উন্মাদনা কাজ করছে। আমাদের জন্যও বিষয়টি বেশ ভালো। সবাই খেলাধুলার সামগ্রী কিনছে আগ্রহ নিয়ে। 

এএন/০২