স্টার্লিংয়ের সঙ্গে ফুটবলের নিষ্ঠুরতা!

খেলা ডেস্ক


আগস্ট ১৮, ২০২০
০২:০২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৮, ২০২০
০২:০২ পূর্বাহ্ন



স্টার্লিংয়ের সঙ্গে ফুটবলের নিষ্ঠুরতা!

উয়েফা চ্যাম্পিয়ন লিগে ম্যানচেস্টার সিটি ও লিওঁ'র কোয়ার্টার ফাইনাল ম্যাচের তখন ৮৬তম মিনিট। লিসবনের দর্শকশূন্য স্টাডিও হোসে আলভালাদেতে ২-১ ব্যবধানে পিছিয়ে ম্যানচেস্টার সিটি। ডান প্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন গ্যাব্রিয়েল জেসুস। কাছের পোস্টে শট নেওয়ার সুযোগ ছিল ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সামনে। সেটা উপলব্ধি করেছিলেন লোপেসও। পোস্ট ছেড়ে সামনে এগিয়ে গিয়েছিলেন তিনি। চতুরতার সঙ্গে তাই আশেপাশে থাকা তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে গোলমুখে ক্রস ফেলেন জেসুস। মানে দাঁড়ায়, লিঁওর জাল আর ফাঁকায় দাঁড়িয়ে থাকা স্টার্লিংয়ের মধ্যে নেই কোনো বাধা। চলতি মৌসুমে ৩১ গোল করা ইংলিশ ফরোয়ার্ড বল পায়েও ছোঁয়ালেন। কিন্তু সংযোগ হলো না ঠিকঠাক। পোস্টের উপর দিয়ে বাইরে চলে গেল বল।

কয়েক মুহূর্তের জন্য শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত অনুভব করা লিঁওর খেলোয়াড়রা বাঁচলেন হাঁফ ছেড়ে। কিন্তু ডি-বক্সে থাকা সিটির তারকারা? ক্রস দেওয়ার সময় শরীরের নিয়ন্ত্রণ সামলাতে না পেরে পড়ে যাওয়া জেসুস উঠে বসেই মাথায় হাত দিলেন। তার চোখে অবিশ্বাস। বদলি নামা ডেভিড সিলভারও একই দশা। রিয়াদ মাহরেজ শূন্যে লাফিয়ে দুহাত ঝাঁকিয়ে করে উঠলেন চিৎকার। ডাগআউটে গার্দিওলাও হতবাক। লুটিয়ে পড়লেন মাটিতে।

স্টার্লিংয়ের ওই মিসের পর সতীর্থদের মানসিকভাবে নড়বড়ে হওয়া পড়াটা অস্বাভাবিক নয়। বিশেষ করে এমন একটা ম্যাচে, যেখানে হঠাৎ করে কৌশল পাল্টে নেমে সেরা খেলাটা দেখাতে পারেনি সিটি। কী রক্ষণে, কী আক্রমণভাগে! দুই মিনিট পর গোলরক্ষক এদারসনের ভুলে তৃতীয় গোল হজম করল ফেভারিট তকমা নিয়ে মাঠে নামা দলটি। নিশ্চিত হয়ে গেল টানা তৃতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে তাদের ছিটকে পড়া। শুক্রবার রাতের ম্যাচটার ইতি হলো ৩-১ স্কোরলাইনেই।

এএন/০৫