বেনজেমাকে জুভেন্টাসে চান রোনালদো

খেলা ডেস্ক


আগস্ট ১৮, ২০২০
০৩:১৩ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৮, ২০২০
০৩:১৩ পূর্বাহ্ন



বেনজেমাকে জুভেন্টাসে চান রোনালদো

রিয়াল মাদ্রিদের সতীর্থ করিম বেনজেমাকে জুভেন্টাসে নিয়ে আসতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। এই জন্য ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও শুরু করছেন সিআর সেভেন।

রোনালদোর বিদায়ের পর রিয়ালের আক্রমণভাগ একাই সামলাচ্ছেন করিম বেনজেমা। নিজে গোল করছেন আবার সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন। এ মৌসুমে তার পারফর্মেন্স দুর্দান্ত। ৩২ বছর বয়সী স্ট্রাইকার এই মৌসুমে গোল করেছেন ২১টি, আর অ্যাসিস্ট করেছেন ৮টিতে। এই দুর্দান্ত বেনজেমাকে সতীর্থ হিসেবে পেতে রোনালদো।

ইতালির সংবাদমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্ত জানিয়েছে,  নতুন কোচ আন্দ্রেয়া পিরলোর কাছে পর্তুগিজ সুপারস্টার দাবি করেছেন যে, আগামী মৌসুমে সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমাকে যেন জুভেন্টাসে নিয়ে আসা হয়। জুভেন্টাসে যাওয়ার পর দলটির দাবি মেটাতে পারননি রোনালদো। সেখানে তাকে সঙ্গ দেওয়ার যোগ্য কেউ নেই। এবারও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে জুভেন্টাস। রোনালদোর কথা মেনে সত্যিই যদি বেনজেমাকে কিনে নেয় ক্লাবটি, তবে দুধর্ষ হয়ে উঠবে জুভেন্টাসের আক্রমণভাগ।

কদিন আগে গুঞ্জন ছড়িয়েছিল, চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়ে হতাশ রোনালদো নাকি নেইমারের দল পিএসজিতে যেতে চান। এমন আরও হাজারো দলবদলের গুঞ্জনে মুখরিত ক্লাব ফুটবল। ইউরোপীয় ফুটবলে এখন গ্রীষ্মকালীন দলবদল চলছে। অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত এটা চলতে থাকবে। এদিকে বার্সেলোনার ৮ গোল খাওয়ার ঘটনার পর লিওনেল মেসিও নাকি ক্লাব ছাড়তে চাইছেন। 

এএন/০৮