সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৮, ২০২০
০৭:১৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৮, ২০২০
০৭:১৯ পূর্বাহ্ন
প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীনস্থ সকল কর্মকর্তার ২০১৯ সালের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) চেয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) মো. মিজানুর রহমানের রবিবার (১৬ আগস্ট) স্বাক্ষরিত আদেশ জারি করা হয়। যারা এখনও বার্ষিক অনুবেদন জমা দেননি তাদের আগামী ৩১ আগস্টের মধ্যে এসিআর শাখায় জমা দিতে হবে।
আদেশে বলা হয়, গত ৩১ মার্চের মধ্যে আগের বছরের বার্ষিক গোপনীয় অনুবেদন এসিআর শাখায় পাঠানোর জন্য পত্র দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত সকল কর্মকর্তার বার্ষিক গোপনীয় অনুবেদন পাওয়া যায়নি। এমাতবস্থায় গোপনীয় অনুবেদন আগামী ৩১ আগস্টের মধ্যে এসিআর শাখায় পাঠানো জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হল।
অধিদফতর সূত্রে জানা গেছে, বার্ষিক গোপনীয় অনুবেদনের ভিত্তিতে কর্মকর্তার পদোন্নতি ও পদায়নের জন্য গুরুত্বপূর্ণ।
এএফ/০১