খেলা ডেস্ক
আগস্ট ১৮, ২০২০
০৪:৪৫ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৮, ২০২০
০৪:৪৫ অপরাহ্ন
জার্মানির ডুসেলডর্ফে সোমবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমি-ফাইনালে শাখতার দোনেৎস্ককে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান। ম্যাচে জোড়া গোল করেন লাউতারো মার্টিনেজ ও রোমেলু লুকাকু। অন্য গোলটি করেন দানিলো দামব্রোজিও।
প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন সেভিয়ার বিপক্ষে আগামী শুক্রবার শিরোপা লড়াইয়ে নামবে আন্তোনিও কন্তের দল। আগের দিন প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো ফাইনালে ওঠে সেভিয়া।
কোয়ার্টার-ফাইনালে বায়ার লেভারকুসেনের জালে বল পাঠিয়ে ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা নয় ম্যাচে গোল করা লুকাকু রেকর্ডটা আরও বাড়িয়ে নিলেন।
তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার প্রতিযোগিতাটিতে তাদের সবশেষ শিরোপা জিতেছিল ১৯৯৮ সালে। সমান তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলটির সামনে এক দশক পর আরেকটি ইউরোপীয় শিরোপার হাতছানি। সবশেষ তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ২০০৯-১০ মৌসুমে।
এএন/০৩