খেলা ডেস্ক
আগস্ট ১৮, ২০২০
০৫:০২ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৮, ২০২০
০৫:০৪ অপরাহ্ন
লা লিগার চ্যাম্পিয়ন দলের দায়িত্ব নিয়ে কোচ হিসেবে এই মৌসুমে শিরোপা ধরে রাখতে ব্যর্থ্ হয়েছেন। তখনই গুঞ্জন উঠে বার্সায় কোচ কিকে সেতিয়েনের সময় শেষের পথে। আশা ছিল চ্যাম্পিয়ন লিগের শিরেনাপা জিতে লা লিগার ব্যর্থতা মুছে দেওয়ার। কিন্তু সেখান থেকে বিদায় নিলেন ৮-২ গোলের বড় হারের লজ্জায়। তারপর কোচের চাকরি যাওয়াটা ছিল সময়ের ব্যাপার। অবশেষে সেটাই ঘটেছে।
বার্সেলোনা নিজেদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে, ক্লাবের বোর্ড অব ডিরেক্টরর্সরা সিদ্ধান্ত নিয়েছেন, কিকে সেতিয়েন আর মূল দলের দায়িত্বে থাকছেন না। দ্রুতই নতুন কোচের নাম ঘোষণা করা হবে।
গত ১৩ জানুয়ারি মেসিদের কোচ হয়ে আসেন কিকে সেতিয়েন। এই সাত মাসে তিনি ২৫টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এরমধ্যে ১৯টি লা লিগার, ৩টি চ্যাম্পিয়ন্স লিগের এবং ৩টি কোপা ডেল রে'র। তার অধীনে ১৬টি ম্যাচে জয় পেয়েছে কাতালানরা; চারটি ম্যাচে পরাজিত হয়েছে এবং ৫টি ম্যাচ ড্র করেছে।
শেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হয় সেতিয়েনের বার্সা কোচের দায়িত্ব।
এএন/০৪